রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রামপ্রসাদ সরকারের পৈতৃক বাড়িতে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরীফ আল রাজীব।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সাঙ্গুরা মোল্লাপাড়া গ্রামের নাসির মিয়া ওরফে আছিরুল মিয়ার ছেলে মকদুল মিয়া ওরফে মাহিম (২৪) ও জামালপুরের আলোকদিয়া গ্রামের মো. ওয়াজেদ মৃধার ছেলে মো. রাশেদুল ইসলাম (৪০)।
জানা গেছে, পুলিশের এসআই রাম প্রসাদের গ্রামের বাড়ি উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষণদীয়া গ্রামে। সেখানে তার বাবা রমেশচন্দ্র সরকার ও মা মিনা রাণী সরকার থাকেন। গত ২৭ জুন রাত সাড়ে ১২টার দিকে ৭/৮ জন অজ্ঞাতনামা ডাকাতরা তার বসতবাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দেখিয়ে একজোড়া স্বর্ণের দুল ও নগদ ২০ হাজার টাকা লুণ্ঠন করে। পরে তাদের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসেন। এ সময় ডাকাত দল ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। এ ঘটনায় এসআই রাম প্রসাদ সরকারের বাবা
রমেশ চন্দ্র সরকার বাদী হয়ে অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন। পরে বালিয়াকান্দি থানার একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত দুইজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরীফ আল রাজীব বলেন, বালিয়াকান্দির জামালপুর ইউনিয়নের লক্ষনদিয়া গ্রামে ডাকাতির ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

                    
                                                                            
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    