দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাThursday , 24 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ

বিমানের ঢাকামুখী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ২৮৭ যাত্রী নিয়ে ফিরে গেল চট্টগ্রামে

বার্তা কক্ষ
July 24, 2025 4:48 pm
Link Copied!

ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। ফলে ২৮৭ জন যাত্রী বহনকারী বিমানের ওই ফ্লাইটটি আবারও চট্টগ্রামে ফিরে গেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টা ৫৮ মিনিটের দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে ফ্লাইটটি।

জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে বিমান বাংলাদেশের ফ্লাইট বিজি-১৪৮ বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় চট্টগ্রামে পৌঁছে। পরবর্তীতে ২৮৭ জন যাত্রী নিয়ে বিমানটি ঢাকার উদ্দেশ্যে ৮টা ৩৭ মিনিটে ছেড়ে আসে। তবে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটি দেখা দিলে গতিপথ পরিবর্তন করে আবারও চট্টগ্রামে ফিরে যায় বিমানটি।

বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, বিমানের ওই ফ্লাইটটি নিরাপদে চট্টগ্রামে অবতরণ করেছে। যাত্রীরা নিরাপদে রয়েছে। বর্তমানে ফ্লাইটটি বিমানবন্দরের বে নম্বর-৮ এ অবস্থান করছে।