দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাThursday , 24 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. লাইফস্টাইল
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

রাশিয়ায় ৪৯ আরোহীসহ নিখোঁজ সেই বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ

বার্তা কক্ষ
July 24, 2025 4:36 pm
Link Copied!

রাশিয়ার পূর্বাঞ্চলে ৪৯ জন আরোহী নিখোঁজ সেই বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস বলছে, এ ঘটনায় বিমানের কোনো আরোহী জীবিত নেই।

রাষ্ট্রীয় টেলিভিশন আরটিতে শেয়ার করা ১৭ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্স পরিচালিত বিমানটি মাটিতে নেমে ধোঁয়া ও ধূলিকণার বিশাল মেঘে ঢেকে যায়।

স্থানীয় জরুরি পরিষেবা মন্ত্রণালয়ের বরাতে সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে, সাইবেরিয়াভিত্তিক বিমান সংস্থা আঙ্গারা পরিচালিত এএন-২৪ মডেলের বিমানটি গন্তব্যে পৌঁছানোর ঠিক আগে রাডার থেকে হারিয়ে যায়। বিমানটি যখন নিখোঁজ হয়, তখন সেটি তিনদা শহরের খুব কাছাকাছি অবস্থানে ছিল।

সাইবেরিয়াভিত্তিক বিমান সংস্থা আঙ্গারা পরিচালিত এএন-২৪ মডেলের এ বিমানটি প্রায় ৫০ বছরের পুরনো। এটি চীন-রাশিয়া সীমান্তের শহর ব্লাগোভেশচেনস্ক থেকে আমুর অঞ্চলের প্রত্যন্ত শহর তিনদা-র উদ্দেশে যাত্রা করেছিল।

প্রথমে স্থানীয় জরুরি বিভাগ জানিয়েছিল, বিমানে প্রায় ৪০ জন আরোহী ছিলেন। তবে আমুর অঞ্চলের গভর্নর ভাসিলি অরলভ নিশ্চিত করেন, এটি ৪৯ জনের একটি ফ্লাইট ছিল। যার মধ্যে ৫ জন শিশু এবং ৬ জন ক্রু সদস্য রয়েছেন।

তাস বলছে, দুর্ঘটনার সম্ভাব্য কারণ ছিল খারাপ আবহাওয়ায় ল্যান্ডিংয়ের সময় ত্রুটি। পরবর্তীতে এমআই-৮ নামে উদ্ধারকারী হেলিকপ্টার বিমানটির জ্বলন্ত ধ্বংসাবশেষ খুঁজে পায়।

উদ্ধারকারী দল এখন দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন জরুরি বিভাগের কর্মকর্তা ইউলিয়া পেতিনা।

রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো ইতোমধ্যেই ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, প্রযুক্তিগত ত্রুটি ও খারাপ আবহাওয়ার সম্মিলিত প্রভাব এই দুর্ঘটনার কারণ হতে পারে।