দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাThursday , 24 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. লাইফস্টাইল
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

নতুন নামে ১০ বছর পর ফিরছে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি

বার্তা কক্ষ
July 24, 2025 8:58 am
Link Copied!

এক দশকের দীর্ঘ বিরতির পর ক্রিকেট দুনিয়ায় ফিরছে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি। ২০১৪ সালের পর এই ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক বৈশ্বিক টুর্নামেন্টটি আর মাঠে গড়ায়নি। তবে ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর ২০২৬ সালেই নতুন রূপে আবারও দেখা যেতে পারে টুর্নামেন্টটি। ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) যৌথভাবে এই উদ্যোগ নিচ্ছে ‘বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ’ নামে।

চলতি বছরের জুন মাসে ঐতিহাসিক লর্ডসে এক বিশেষ সভায় আইপিএল, বিগ ব্যাশ, দ্য হান্ড্রেড, সিপিএল, এমএলসি ও আইএলটি-২০ লিগের প্রধান নির্বাহীদের আমন্ত্রণ জানায় বিসিসিআই ও ইসিবি। টুর্নামেন্ট পুনরায় চালু করার প্রস্তাবে সবাই সম্মতি দিয়েছেন। তবে আমন্ত্রণ জানানো হয়নি পিএসএলের কোনো প্রতিনিধি এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) কাউকে।

২০২৬ সালে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি আয়োজনে একাধিক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে আয়োজকদের। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একটি ফাঁকা সময় (উইন্ডো) খুঁজে বের করা। কারণ বছরজুড়ে বিভিন্ন দেশে নানা ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন হয়ে থাকে।

বছরের শুরুতে (জানুয়ারি-ফেব্রুয়ারি) বিপিএল, এসএ২০ ও আইএলটি-২০ লিগ অনুষ্ঠিত হয়। মার্চ থেকে জুন পর্যন্ত চলে আইপিএল ও পিএসএল। জুলাইয়ে মাঠে গড়ায় মেজর লিগ ক্রিকেট (এমএলসি), আগস্ট-সেপ্টেম্বরে হয় সিপিএল ও দ্য হান্ড্রেড, আর বছরের শেষ দিকে (ডিসেম্বর-জানুয়ারি) হয় বিগ ব্যাশ। তাই সম্ভাব্য সময় হিসেবে সেপ্টেম্বরের দিকে নজর রাখতে পারে আয়োজকরা।

শুধু সময় নয়, চ্যালেঞ্জ রয়েছে দল নির্বাচন নিয়েও। টুর্নামেন্টে কয়টি দল অংশ নেবে তা এখনো নির্ধারিত হয়নি। একইসঙ্গে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিদের মালিকানায় থাকা একাধিক দেশের দলগুলো এই টুর্নামেন্টে একসঙ্গে খেলতে পারবে কি না, সেটিও একটি প্রশ্ন। একই মালিকানার একাধিক দল এক টুর্নামেন্টে অংশ নিলে স্বার্থের দ্বন্দ্ব তৈরি হতে পারে, যা নিয়ে ভাবতে হবে আয়োজকদের।

২০০৮ থেকে ২০১৪ পর্যন্ত অনুষ্ঠিত হওয়া চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি একসময় জনপ্রিয়তা পেলেও দর্শক আগ্রহ ও বাণিজ্যিক সফলতার অভাবে বন্ধ হয়ে যায়। তবে এবার বিশ্বের শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর সহযোগিতায় নতুন করে আলো ছড়ানোর আশা করছে আয়োজকরা। যদি সব পরিকল্পনা ঠিকভাবে এগোয়, ২০২৬ সালে ক্রিকেটপ্রেমীরা আবারও উপভোগ করতে পারবেন ক্লাব পর্যায়ের বিশ্ব টি-টোয়েন্টি লড়াই।