দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাThursday , 24 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. লাইফস্টাইল
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

বিক্রি হলো মেসির পছন্দের গোলের শিল্পকর্ম, নিলামে দাম উঠল কত?

বার্তা কক্ষ
July 24, 2025 8:54 am
Link Copied!

মাস দুয়েক আগে পেশাদার ক্যারিয়ারে করা নিজের সেরা গোলটি বেছে নিয়েছিলেন লিওনেল মেসি। এরপর এআই প্রযুক্তির সহায়তায় সেটিকে ডিজিটাল শিল্পকর্মে রূপ দেন তুর্কি বংশোদ্ভূত আমেরিকান শিল্পী রেফিক আনাদোল। ‘অ্যা গোল ইন লাইফ’ নামে শিল্পকর্মটি গত ১২ জুলাই নিলামে তোলার পর ১০ দিন পর মোটা অঙ্কের অর্থের বিনিমিয়ে বিক্রি হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) ‘দ্য অ্যাথলেটিক’ এর এক প্রতিবেদনে জানানো হয়, ব্রিটেনের নিলাম প্রতিষ্ঠান ‘ক্রিস্টিস’-এর নিলামে মেসির গোলের চিত্রকর্মটি ১৮ লাখ ৭০ হাজারে ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২২ কোটি ৭৯ লাখ টাকা।

তবে চিত্রকর্মটি কে বা কোন প্রতিষ্ঠান ক্রয় করেছে সেটি খোলাসা করা হয়নি। বিক্রির অর্থ অবশ্য মেসি বা শিল্পীর পকেটে যাচ্ছে না। আগেই জানা গিয়েছিল, এ অর্থ ব্যবহার করা হবে দাতব্যের কাজে। চিত্রকর্ম বিক্রির অর্থ ইন্টার মায়ামি ফাউন্ডেশনে দান করা হবে। ফাউন্ডেশনটি বিভিন্ন দাতব্য কাজে অর্থ ব্যয় করে থাকে। এর মধ্যে রয়েছে আর্জেন্টিনা, মেক্সিকো, এল সালভাদর, হন্ডুরাস ও হাইতিতে শিক্ষার প্রসারে ইউনিসেফের সঙ্গে যৌথ অংশীদারত্বে বিভিন্ন কর্মসূচি।
 
নিলামের পর কিউরেটর জিমেনা কামিনোস বলেন, ‘মেসির সবচেয়ে পছন্দের গোল থেকে এমন শিল্পকর্ম তৈরি হবে, সেটা শুধু হাজারো দর্শকদের আনন্দ দেবে না, লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের শিক্ষা ব্যবস্থাকেও এগিয়ে নেবে।’
 
এর আগে গত মে মাসে পেশাদার ক্যারিয়ারে করা সাড়ে আটশ’র বেশি গোল থেকে নিজের সেরা গোলটি বেছে নিয়েছিলেন মেসি। সে সময় এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন তারকা জানিয়েছিলেন, ২০০৯ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হেডে করা গোলটিই সবচেয়ে প্রিয় তার।
 
সে সময় তিনি বলেছিলেন, ‘আমি হয়তো আরও অনেক সুন্দর ও মূল্যবান গোল করেছি এবং সেগুলোর গুরুত্বপূর্ণও ছিল। কিন্তু ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হেডে করা ওই গোলটি সব সময় আমার প্রিয়।’
 
মেসির গোল বাছাইয়ের পর বিভিন্ন যন্ত্র ও এআই প্রযুক্তি ব্যবহার করে শিল্পী আনাদোল কয়েক সপ্তাহ সময় নিয়ে গোলটির ত্রিমাত্রিক রূপ দেন। ক্রিস্টিসের ১০ম আর্ট‍+টেক সম্মেলনে গত ১২ জুলাই থেকে তাদের নিউইয়র্ক শাখায় এই শিল্পকর্মটি প্রদর্শিত হয়। নিলাম প্রতিষ্ঠানটির ডিজিটাল সেলসের ব্যবস্থাপক সেবাস্তিয়ান সানচেজ জানান, ১৫ লাখ ডলার থেকে এই শিল্পকর্মের দাম হাঁকা শুরু হয়। শেষ পর্যন্ত ১০ দিন পর যেটি ১৮ লাখ ৭০ হাজারে ডলারে বিক্রি হয়েছে।