দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাThursday , 17 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

২০ জুলাই থেকে হাতিরঝিল বাসে র‍্যাপিড পাস ব্যবহার করা যাবে

বার্তা কক্ষ
July 17, 2025 8:04 pm
Link Copied!

বাস সার্ভিসে র‍্যাপিড পাস স্মার্ট টিকিটিং সিস্টেম চালু করা হবে। এর আগে ১৪ জুলাই থেকে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে।

এই উদ্যোগটি নগরবাসীর ভাড়ার লেনদেন সহজ ও আধুনিক করতে নেওয়া হয়েছে। আগস্ট মাসে গুলশান থেকে পুলিশ প্লাজা রুটের ‘ঢাকা চাকা’ বাস সার্ভিসেও র‍্যাপিড পাস চালুর পরিকল্পনা রয়েছে।

দ্রুবো আলম, ডিটিসিএ’র ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার এই তথ্য নিশ্চিত করেছেন। পরীক্ষামূলক পর্যায়ের শুরুতেই সরকারের শীর্ষ কর্মকর্তারা ও পরিবহন খাতের বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।

নতুন এই টিকিটিং সিস্টেমের প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছে ডেটাসফট।

র‍্যাপিড পাস একটি রিচার্জযোগ্য স্মার্ট কার্ড, যার মাধ্যমে নগদ লেনদেন ছাড়াই ভাড়া পরিশোধ করা যায়। যদিও বহু বছর আগে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, তবে নানা কারণে এটি একাধিকবার বিলম্বিত হয়েছে।

বর্তমানে র‍্যাপিড পাস ঢাকার মেট্রোরেলে আনুষ্ঠানিকভাবে ব্যবহার করা যাচ্ছে।