দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাThursday , 17 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ঘরে ঢুকে দুই নারীকে হত্যার ঘটনায় যুবক আটক

বার্তা কক্ষ
July 17, 2025 2:02 pm
Link Copied!

বগুড়ায় ঘরে ঢুকে দুই নারীকে হত্যার ঘটনায় সৈকত (১৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত সৈকত হরিগাড়ী এলাকার সোহেলের ছেলে। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জানা গেছে, বুধবার (১৬ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে বগুড়া পৌরসভার ১৪নং ওয়ার্ডের ইসলামপুর হরিগাড়ী এলাকায় ঘরে ঢুকে পৌরসভার ১৪নং ওয়ার্ডের ইসলামপুর হরিগাড়ী এলাকার মৃত আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী লাইলী বেওয়া (৮৩) এবং পারভেজ ইসলামের স্ত্রী হাবিবা ইয়াসমিনকে (২১) হত্যা করা হয়। এই ঘটনায় বন্যা (১৮) নামের এক তরুণী আহত হন।

পরে নিহত ও আহতদের মরদেহ উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনার পরে পুলিশ অভিযান চালিয়ে সৈকতকে আটক করে।

বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, এ মামলার একজন আসামি ছিল তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা হবে।