দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাWednesday , 16 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

স্লো ওভার রেট ইস্যুতে পয়েন্ট কাটা ইংল্যান্ডের

বার্তা কক্ষ
July 16, 2025 2:28 pm
Link Copied!

ইংল্যান্ডে শুভমান গিলের দল খেলছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। আপাতত সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে বেন স্টোকসরা। লর্ডস টেস্টে নাটকীয় জয় পেয়েছে ইংলিশরা। এই আনন্দের মাঝেও দুঃসংবাদ পেল ইংল্যান্ড। স্লো ওভার রেটের কারণে তাদের দুই পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি। পাশাপাশি ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানাও গুণতে হচ্ছে বেন স্টোকসের দলকে। আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রাপ্ত ওভার না করায় এই শাস্তির মুখে পড়ে ইংলিশরা। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের নেতৃত্বাধীন আইসিসি এলিট প্যানেল থেকে এই সিদ্ধান্ত আসে। ইংল্যান্ড অধিনায়ক স্টোকস অভিযোগ মেনে নেওয়ায় আলাদা করে শুনানির প্রয়োজন হয়নি। টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে দুই পয়েন্ট কাটায় ইংল্যান্ডের বর্তমান পয়েন্ট এখন ২২। আগে ছিল ২৪ পয়েন্ট। পয়েন্ট হার শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৬.৬৭ থেকে ৬১.১১ শতাংশে। এই পরিবর্তনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও নেমে গেছে ইংল্যান্ড। দ্বিতীয় স্থান হারিয়ে তারা এখন অবস্থান করছে তৃতীয়তে। শ্রীলঙ্কা উঠে এসেছে দ্বিতীয় স্থানে।