দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাMonday , 7 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় স্ত্রীর মৃত্যু, স্বামী আহত

Link Copied!

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পাথরবাহী ট্রাক্টরের ধাক্কায় খুরশিদ জাহান খুশি (২২) নামে এক নববিবাহিতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী আনোয়ার হোসেন (৩২) আহত হয়েছেন।

রোববার (৬ জুলাই) দুপুরে উপজেলার ভজনপুর ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকায় পঞ্চগড়-তেঁতুলিয়া সড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহত নববিবাহিতা খুশির স্বামী আনোয়ার হোসেনের বাড়ি উপজেলার দেবনগড় ইউনিয়নের খাটিয়াগছ এলাকায়। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন।

তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গত কুরবানী ঈদের দুইদিন পরে উপজেলার শালবাহান ইউনিয়নের মুনিগছ এলাকায় বিয়ে করেন আনোয়ার হোসেন।

রোববার দুপুরে শ্বশুরবাড়ি থেকে স্ত্রী খুরশিদ জাহান খুশিকে নিয়ে ফিরছিলেন তিনি। পরে তারা উপজেলার ভজনপুর ইউনিয়ন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবাহী ট্রাক্টর তাদের ধাক্কা দেয়।

এসময় পঞ্চগড় তেঁতুলিয়া মহাসড়কে ছিটকে পড়েন তারা। এতে খুরশিদ জাহান খুশির শরীরের উপর দিয়ে ট্রাক্টরের পেছনের চাকা চলে যায়। এতে গুরুতর আহত হন তিনি। তবে স্বামী আনোয়ার হোসেন সামান্য আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে স্বামী আনোয়ার হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্ত্রী খুশিকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে দেবীগঞ্জ উপজেলা এলাকায় মৃত্যুবরণ করেন খুঁশি।

এদিকে ঘটনার পরপরই পাথরবাহী ট্রাক্টর নিয়ে চালক পালিয়ে গেছেন।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় সড়ক দুর্ঘটনায় এক নববিবাহিতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ সুরতহাল করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি এজহার দায়ের করা হয়েছে।