দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাTuesday , 1 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গণঅভ্যুত্থানের শহীদ-আহত পরিবারের জন্য বিএনপির বিশেষ আয়োজন

Link Copied!

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকে স্মরণ করে শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তিতে শহীদ ও আহত পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি। আজ মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৩টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’-এ অনুষ্ঠান শুরু হবে।

বিগত ১৬ বছরের আন্দোলনে গুম-খুনের শিকার পরিবার এবং জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা যোগ দেবেন অনুষ্ঠানে।

সেই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের অংশগ্রহণে ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নেতৃবৃন্দ জানান, দ্রুত বিচার ও সংস্কার শেষে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। অটুট রাখতে হবে ফ্যাসিবাদবিরোধী ঐক্য।