রাজধানীর মগবাজারে স্ত্রী-সন্তানসহ স্বামীর রহস্যজনক মৃত্যু হয়েছে এক প্রবাসীর। পরিবারের অভিযোগ হোটেলের খাবারে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জুন) রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সৌদি প্রবাসী মনির হোসেন, তার স্ত্রী ও শিশুপুত্র।
জানা গেছে, লক্ষীপুরের সৌদি প্রবাসী মনির হোসেন। স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় এসেছিলেন ডাক্তার দেখাতে। ডাক্তারের সিরিয়াল না পেয়ে পরিবারটি মগবাজারের ‘সুইট স্লিপ’ নামের এক আবাসিক হোটেলে ওঠে। সন্ধ্যা পর্যন্ত মনির হোসেনের এক চাচা তাদের সঙ্গে ছিলেন এবং একসঙ্গে খাবার খান। পরে রাতেই তিনজনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
চাচা জানান, শনিবার ভোরে হোটেল থেকে ফোনে তাকে জানানো হয়, তিনজনই রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। তাৎক্ষণিকভাবে তিনি তাদের আদ-দ্বীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সবাইকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, খবর পেয়ে পুলিশ হোটেল কক্ষ এবং খাবার সরবরাহকারী রেস্টুরেন্ট থেকে আলামত সংগ্রহ করেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পেছনে খাদ্যে বিষক্রিয়া, আত্মহত্যা না কি অন্য কোনো কারণ রয়েছে তা জানার চেষ্টা চলছে।