দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSunday , 29 June 2025
  1. Blog
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কর্পোরেট
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতি মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে আইনি পদক্ষেপের সমালোচনা ট্রাম্পের

বার্তা কক্ষ
June 29, 2025 12:10 pm
Link Copied!

দুর্নীতি মামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আইনি পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ক্ষোভ জানিয়ে বলেন, নেতানিয়াহুর সাথে তার দেশে যা হচ্ছে তা ভয়াবহ। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে এ সময় যুদ্ধনায়ক হিসেবেও আখ্যা দেন তিনি।

নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেন। বলেন, একজন প্রধানমন্ত্রীকে কীভাবে আদালত কক্ষে সারাদিন বসিয়ে রাখা হয়?

ইরান ও হামাসের সাথে আলোচনাকে বাধাগ্রস্ত করছে নেতানিয়াহুর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া—এমন মন্তব্যও করেন ট্রাম্প। বলেন, ইরানের পরমাণু হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সাথে দুর্দান্ত কাজ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এর আগেও নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা বাতিল এবং নি:শর্ত ক্ষমা পাওয়া উচিত বলেও মন্তব্য করেন ট্রাম্প।