দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSaturday , 28 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ

পিআর পদ্ধতি ছাড়া ভোট দেশের মানুষ গ্রহণ করবে না: পরওয়ার

বার্তা কক্ষ
June 28, 2025 7:37 pm
Link Copied!

আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন দেশের মানুষ গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (২৮ জুন) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে তিনি একথা বলেন।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ, কারো প্রতি পক্ষপাত করবেন না। জাতির স্বার্থে নিরপেক্ষ থাকবেন। ২ হাজার ছাত্র জনতার জীবন হাজার হাজার মানুষের রক্ত, ফাঁসি, ক্রসফায়ারের সংগ্রাম আমরা ব্যর্থ হতে দেবো না। আপনাকে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। আপনি জাতির উদ্দেশে ভাষণে এক কথা বলবেন আবার একটি দলের সাথে বৈঠকে আরেক কথা বলবেন এতে আপনার নিরপেক্ষতা নষ্ট হবে।

জামায়াতের এই নেতা বলেন, একটি নির্দিষ্ট দলের সাথে আলোচনা করে মত বদলানো ভালো লক্ষণ নয়। নির্বাচনের আগেই বিচার দৃশ্যমান করতে হবে। নতুন বাংলাদেশে অবশ্যই নতুন কাঠামো আর পদ্ধতিতেই সংস্কার আর নির্বাচন হতে হবে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়ন করার আহ্বানও জানান তিনি।