দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাFriday , 27 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ

ভোক্তা অধিকার কর্মকর্তাকে মারধরের অভিযোগে উপজেলা বিএনপির সভাপতিসহ গ্রেপ্তার ৬

বার্তা কক্ষ
June 27, 2025 11:01 am
Link Copied!

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানকে অফিসকক্ষে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খানসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করে সদর থানায় নেওয়া হয়।

চাঁদ আলী খান ছাড়াও আটক অন্য পাঁচজন হলেন- পাংশা উপ‌জেলা বিএন‌পির সদস‌্য স‌রিষা ইউনিয়‌নের শেখপাড়া গ্রা‌মের বদরউদ্দিন বিশ্বাসের ছেলে মো. বাচ্চু বিশ্বাস, পাংশা পৌর সভার নারায়ণপুর এলাকার রিয়াজুদ্দিন আহম্মদের ছেলে মো. রুহুল আমিন, রাজবাড়ী শহরের ভবানীপুর এলাকার রওশন আলী শিকদারের ছেলে মামুন শিকদার, মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. ফরিদ হোসেন ও রেজাউল করিম পিন্টুর ছেলে মো. শিশির করিম।

রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, ‘আজ বি‌কেল ৪টার দি‌কে পাংশা উপজেলার একটি অভিযোগের শুনানি চলছিল। সেখা‌নে দুই পক্ষ উপস্থিত ছিল। এক প‌ক্ষের হ‌য়ে সেখা‌নে চাঁদ আলী খানসহ অন‌্যরা উপ‌স্থিত ছি‌লেন। একপর্যায়ে চাঁদ আলী খানসহ অন্যান্যরা ভোক্তা অধিকার কর্মকর্তাকে লাঞ্ছিত করেন এবং সরকারি কাজে বাধা দেন। খবর পে‌য়ে যৌথবাহিনী অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করে।’

এই ঘটনায় ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।

ঘটনা নিয়ে কথা বলার জন্য কাজী রকিবুল হাসানের সরকারি নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বলেন, “আমি বর্তমানে গ্রামের বাড়িতে পারিবারিক অনুষ্ঠানে আছি। কেউ ফোনে আমাকে ঘটনাটি জানিয়েছে। তবে গ্রেপ্তারের বিস্তারিত আমি জানি না।”