বিএনপির কিছু নেতা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড’ আখ্যা দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বৃহস্পতিবার (২৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘বিএনপির কিছু নেতা তোষামোদি করতে গিয়ে জনাব তারেক রহমানকে এখন জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড বলা শুরু করেছেন! ইচ্ছাকৃতভাবে নেতাকে প্রশ্নবিদ্ধ করার এই আকামটা কিভাবে করেন?’
তারেক রহমানকে ঘিরে এমন বক্তব্যে যে তিনি বিরক্ত, তা আরও স্পষ্ট করে সারজিস বলেন, নেতাকে অযথা বিতর্কিত করা রাজনৈতিকভাবে আত্মঘাতী সিদ্ধান্ত।

এর আগে ফেসবুকে আরেকটি পোস্টে সারজিস আলম লেখেন, ‘৮ আগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি। দ্বিতীয় স্বাধীনতা নষ্টের, ছাড় দেয়ার এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে।’
তিনি আরও দাবি করেন, ‘৫ আগস্টই ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ এবং ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ হিসেবে পালনযোগ্য।

 
                     
                                     
                                     
                                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
 
                                     
                                     
                                 
                                 
                                 
                                