দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাFriday , 27 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ

ইয়ুভেন্তাসকে উড়িয়ে শেষ ষোলোতে সিটি

বার্তা কক্ষ
June 27, 2025 8:47 am
Link Copied!

ফিফা ক্লাব বিশ্বকাপে ইয়ুভেন্তাসকে ৫-২ গোলে উড়িয়ে ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে উঠেছে ম্যানচেস্টার সিটি। কোয়ার্টার ফাইনালে পা রেখেছে ইতালিয়ান ক্লাবটিও, তবে রানার্স আপ হয়ে।

অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে গ্রুপ ‘জি’র ম্যাচে ইয়ুভেন্তাসকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের ৯ মিনিটেই সিটির হয়ে গোল করেন জেরোমি ডোকু। দুই মিনিট বাদে সমতায় ফেরান টিউন কুপমেইনার্স। ২৬ মিনিটে আত্মঘাতি গোলে আবারও এগিয়ে যায় সিটি।

বিরতির পর ২৩ মিনিটের ব্যবধানে তিন গোল করে ইংলিশ ক্লাবটি। গোল তিনটি আসে আর্লিং হালান্ড, ফিল ফোডেন ও স্যাভিনিওর পা থেকে। ৮৪ মিনিটে ব্যবধান কমান দুসান দ্রাহোভিচ।

ম্যাচজুড়েই ইয়ুভেন্তাসকে নিয়ে ছেলেখেলা করেছে সিটি। ইতালিয়ান ক্লাবটি যেখানে পাঁচটা শট নিয়েছে, সেখানে গার্দিওলার দল নিয়েছে গুনে গুনে ২৪টি শট! গোলমুখেই ছিল ১১টি, বল পজিশনও ৭৭% ছিল।

এদিকে, মরোক্কিয়ান ক্লাব উইদাদ এথলেটিক ক্লাবকে ২-১ গোলে হারিয়েছে আল আইন।

চলছে রিয়াল মাদ্রিদ-সালজবার্গ এবং আল হিলাল-পাচুকার ম্যাচ। ক্লাব বিশ্বকাপে শেষ ষোলোতে সিটির সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে সালজবার্গ, আল হিলাল অথবা রিয়াল মাদ্রিদ।