দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাThursday , 26 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. লাইফস্টাইল
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

পদ্মা সেতুতে যান চলাচলের ৩ বছর পূর্তি, টোল আদায় ছাড়িয়েছে আড়াই হাজার কোটি টাকারও বেশি

বার্তা কক্ষ
June 26, 2025 1:22 pm
Link Copied!

পদ্মা সেতুতে যান চলাচলের ৩ বছর পূর্তি আজ। তিন বছরে টোল আদায় ছাড়িয়েছে আড়াই হাজার কোটি টাকারও বেশি। ২০২২ সালের ২৬ জুন বহু প্রতিক্ষিত পদ্মা সেতু খুলে দেওয়া হয় যান চলাচলের জন্য। এরপর এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি সেতুতে যান চলাচল।

পদ্মা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এই তিন বছরে গতকাল ২৫ জুন রাত ১২টা পর্যন্ত পদ্মা সেতু দিয়ে মোট ১ কোটি ৯৪ লাখ ৭৩ হাজার ৬০৭টি যান পারাপার হয়েছে। এতে মোট টোল আদায় হয়েছে ২ হাজার ৫৭৯ কোটি ১ লাখ ৫২ হাজার ৬শ টাকা। পদ্মা সেতুর ২০২২ সালের ২৫ জুন  উদ্বোধন হলেও পরদিন ২৬ জুন এই দিনে পদ্মা সেতুতে যান চলাচল শুরু হয়। পরের বছর ২০২৩ সালের ১০ অক্টোবর পদ্মা সেতুর রেলপথ উদ্বোধন হয়। আর ২০২৪ সালের ২৪ ডিসেম্বর পদ্মা সেতুর রেল লিঙ্ক প্রকল্প পুরোপুরি চালু হয়। এদিন রাজধানী থেকে পদ্মা সেতু দিয়ে ভাঙ্গা হয়ে নতুন পথে নড়াইল ও যশোর অতিক্রম করে খুলনা পর্যন্ত সরাসরি ট্রেন চলাচল শুরু হয়েছে। রাজধানী থেকে মাত্র সাড়ে ৩ ঘণ্টায় খুলনা ও বেনাপোল পৌঁছানো যায়। তাই এখন দক্ষিণের মানুষ সড়ক ও ট্রেন পথের সুফল পাচ্ছে।

পদ্মা সেতু উদ্বোধনের পর উত্তাল নদী পারপারের ভোগান্তি থেকে শুধু মুক্তিই মেলেনি এই সেতু  দক্ষিণের আর্থ সামাজিক অবস্থাও পাল্টে দিয়েছে। উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত, শিল্প কারখানা, ব্যবসা-বাণিজ্যেও যুগান্তকারী পরিবর্তন। খুলে গেছে সম্ভাবনার নতুন দুয়ার। সেতুর ওপর তলায় সড়ক পথ ও আর নিচ দিয়ে ছুটছে ট্রেন। রাতদিন দ্রুত বেগে পদ্মার ওপর দিয়ে চলছে ট্রেন ও সড়ক পথের যাত্রা।

পদ্মা সেতুর দায়িত্বে থাকা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আবু সায়েদ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পদ্মা সেতুতে যানচলাচল ও টোল আদায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, মূল পদ্মা সেতু ৬ দশমিক ১৫ কিলোমিটারের দীর্ঘ। তবে অ্যাপ্রোচসহ প্রায় ১০ কিলোমিটার। সেতু নিরাপত্তাসহ ট্রাফিক আইন মেনে পদ্মা সেতুতে যানবাহনের নির্বিঘ্নে চলাচলে সেতু এবং দুই প্রান্তের সড়ক জুড়ে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক ক্যামেরা।