দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাWednesday , 25 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. লাইফস্টাইল
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্যে নতুন নির্দেশনা

বার্তা কক্ষ
June 25, 2025 12:51 pm
Link Copied!

২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। সম্প্রতি এনসিটিবি থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

এনসিটিবির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) রবিউল কবির চৌধুরীর সই করা স্মারকে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে ২০২৪ সালের আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে। এই শিক্ষার্থীরাই ২০২৬ সালের মে-জুনে অনুষ্ঠেয় এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় অংশ নেবে।

বিষয়টি দেশের সব শিক্ষা বোর্ড ও শিক্ষাপ্রতিষ্ঠানকে জানানো হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশনাও দেওয়া হয়েছে। চিঠির অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সংশ্লিষ্টদের কাছেও পাঠানো হয়েছে।

করোনা মহামারির কারণে গত কয়েক বছর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হলেও এখন থেকে শিক্ষা মন্ত্রণালয় পূর্ণাঙ্গ সিলেবাসে মূল্যায়নের ধারায় ফিরছে। সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার মান উন্নয়ন ও পাঠ্যবিষয়ের গভীরতা বজায় রাখার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরীক্ষাগুলো পূর্ণ সময় ও পূর্ণ নম্বরের ভিত্তিতে নেওয়া হবে এবং এনসিটিবি নির্ধারিত সম্পূর্ণ সিলেবাস অনুসরণ করে অনুষ্ঠিত হবে।