অপরাধ যত বড়ই হোক না কেন, কোনো অবস্থাতেই ‘মব জাস্টিস’ বা উচ্ছৃঙ্খল জনতার হাতে বিচার সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘তিনটি একক নাটকীয় নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আছেন। এসব নির্বাচনের সময়ের প্রত্যেক নির্বাচন কমিশনারই ফ্যাসিবাদের অংশ। তবে তারা যত বড় অপরাধীই হোক না কেন, তাদের বিচার হবে আইনের মাধ্যমে, জনতার হাতে নয়।’
মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর শেরে বাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন রিজভী।
রুহুল কবির রিজভী বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনের আগে সরকারের দায়িত্ব হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং মব জাস্টিসের মতো অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা।
’দলের নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, ‘মব জাস্টিসে জড়িত থাকলে দলের অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
আদালতে পুলিশের উপস্থিতিতে আসামিদের হেনস্তা করা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি নেতা। তিনি বলেন, ‘ভোটারবিহীন নির্বাচনের জন্য সাবেক তিনজন প্রধান নির্বাচন কমিশনার দায়ী। তবে তাদের বিচারও আইনানুগ প্রক্রিয়াতেই হতে হবে।’
দেশে করোনার পরিস্থিতি আবারও উদ্বেগজনকভাবে বাড়ছে। ডেঙ্গু পরিস্থিতিও অবনতির দিকে যাচ্ছে। কিন্তু সরকার কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। দ্রুত স্বাস্থ্য খাতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোহাম্মদ জসিম, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি খালেদ মাহমুদ হোসেন শ্যামল,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।

 
                     
                                     
                                     
                                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
 
                                     
                                     
                                 
                                 
                                 
                                