দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাMonday , 23 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ

‘জনবান্ধব পুলিশ’ হতে পারলে বাহিনীটির কলঙ্ক মুছবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বার্তা কক্ষ
June 23, 2025 9:04 pm
Link Copied!

‘জনবান্ধব পুলিশ’ পুলিশ হতে পারলেই বাহিনীটির কলঙ্ক মুছে যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রনালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ সোমবার (২৩ জুন) বিকেলে টাঙ্গাইলের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, পুলিশকে মানবিক পুলিশ হতে হবে, জনবান্ধব পুলিশ হতে হবে, আর জনবান্ধব পুলিশ হলেই কলঙ্ক মুছে যাবে। আর গতকাল সিইসির সাথে যে মব হয়েছে সেই ঘটনায় যদি পুলিশ বাহিনীর কেউ জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

এসময় উপদেষ্টা আরও বলেন, বন্যা যাতে না হয় সে জন্য দোয়া করেন আপনারা। আর বন্যা আসলে সকল প্রকার ব্যবস্থা রাখা হয়েছে কৃষকদের জন্য।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মিজানুর রহমান, ডিডিএলজি শিহাব রায়হানসহ জেলার বিভিন্ন স্তরের কর্মকর্তারা।