দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাMonday , 23 June 2025
  1. Blog
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কর্পোরেট
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে করোনায় আরো দুজনের মৃত্যু, শনাক্ত ৪

বার্তা কক্ষ
June 23, 2025 6:10 pm
Link Copied!

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুরের বাসিন্দা কাজী আব্দুল আউয়াল (৮০) ও চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গবাজার এলাকার বাসিন্দা রাবেয়া খাতুন (৯৫)।

তারা নিউমোনিয়া পরবর্তী ফুসফুসের প্রদাহজনিত জটিলতায় ভুগছিলেন। দুজনই নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (২৩ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১ জন, শেভরন ল্যাবে ২ জন এবং এভারকেয়ার হাসপাতালে ১ জনের করোনা শনাক্ত হয়।

গত ৪ জুন থেকে জেলায় এখন পর্যন্ত মোট ৭৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে মোট মারা গেছেন ৬ জন।