দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSunday , 22 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ

টেকনাফে মুক্তিপণ না দেওয়ায় শিশুকে হত্যা

বার্তা কক্ষ
June 22, 2025 10:08 pm
Link Copied!

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে অপহরণ হওয়া শিশু আব্দুল্লাহর (৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে লেদা খালের পানিতে ভাসমান অবস্থায় শিশুটির লাশ পাওয়া যায়।

নিহত আব্দুল্লাহ হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্প-২৪ এর ব্লক-সি/০৫ এর বাসিন্দা হামিদ হোসেনের ছেলে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গত শনিবার শিশুটি নিখোঁজ হয়। পরিবার অনেক খোঁজাখুঁজি করার পরও পায়নি। পরে শিশুটির পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। অজানা একটি নম্বর থেকে ২০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। রোববার সকালে নদীতে ভাসমান অবস্থায় শিশুটির লাশ পাওয়া যায়।

ওসি বলেন, হয়তো মুক্তিপণ না দেওয়ায় শিশুটিকে হত্যা করা হয়েছে। ঘটনাটি আমরা তদন্ত করছি।

নিহত শিশুটির বাবা হামিদ হোসেন বলেন, আমার কাছে ফোন করে ২০ লাখ টাকা চাওয়া হয়। কিন্তু আমি এত টাকা কোথায় পাব? টাকা দেই নাই। তাই আমার ছেলেকে হত্যা করেছে।