ইরানে শনিবার দিবাগত রাতে হামলা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বোমারু বিমানগুলো যখন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালাচ্ছিল, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছিলেন ওয়াশিংটনে। এ হামলায় যুক্তরাষ্ট্রের বি-টু স্পিরিট বম্বার বিমান অংশ নেয় বলে সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন একজন মার্কিন কর্মকর্তা। খবর বিবিসির

এই হামলা কীভাবে পরিচালিত হয়- এর কিছু ছবি হোয়াইট হাউজ প্রকাশ করেছে। প্রকাশিত এসব ছবিতে দেখা যাচ্ছে, ইরানে মার্কিন বোমারু বিমানের হামলার দৃশ্য সিচুয়েশন রুমে বসে দেখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ সময় তার সঙ্গে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের এই হামলাকে ‘নির্লজ্জ আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছে হামাস। এক বিবৃতিতে হামাস বলেছে যে, এই হামলা ‘আন্তর্জাতিক আইনের ঘোর বিরোধী ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি।’

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েলসহ বেশ কিছু দেশ সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে।