দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSaturday , 21 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গুগল ম্যাপসে অবদান রেখে জাপান যাচ্ছেন বাংলাদেশের ৫ তরুণ

বার্তা কক্ষ
June 21, 2025 1:11 pm
Link Copied!

বাংলাদেশের ডিজিটাল ম্যাপিং ইতিহাসে যুক্ত হলো আরেকটি গৌরবময় অধ্যায়। গুগলের আয়োজনে জাপানের টোকিওতে ২৪-২৫ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কানেক্ট লাইভ টোকিও ২০২৫’— যেখানে অংশ নিচ্ছেন বাংলাদেশের পাঁচ তরুণ গুগল লোকাল গাইড।

বাংলাদেশি প্রতিনিধি হিসেবে যোগ দিচ্ছেন কানেক্ট ফোরাম মডারেটর মো: শফিউল বাশার, মাহাবুব হাসান, শাহ মো: সুলতান, শাকিল আখতার খান এবং বিশ্বজিৎ চক্রবর্তী। এছাড়াও দেশের বাইরে থেকে অংশ নিচ্ছেন পাভেল সারওয়ার, সুমাইয়া জাফরিন চৌধুরি এবং তৃষা ত্রিসু।

এই আয়োজন গুগল ম্যাপসের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও বৃহৎ গ্লোবাল ইভেন্ট। যেখানে অংশ নিচ্ছেন ১৯টি দেশের ৫০ জনেরও বেশি অভিজ্ঞ ম্যাপ কন্ট্রিবিউটর। গুগল ম্যাপস টিম এই ইভেন্টে নতুন ফিচার ও প্রযুক্তির আপডেট শেয়ার করবে এবং গাইডরা তাদের মতামত জানাতে পারবেন সরাসরি।

গুগল লোকাল গাইড শাহ মো: সুলতান জানান, গুগল ম্যাপস-এ বাংলাদেশের অবদান শুধু পরিসংখ্যানে সীমাবদ্ধ নয়, বরং বাস্তবিক পরিবর্তনেও গুরুত্বপূর্ণ। কোভিড-১৯ মহামারির সময় বাংলাদেশি লোকাল গাইডরা স্বেচ্ছাশ্রমে দেশের জন্য কাজ করেছেন। বাংলাদেশ চ্যালেঞ্জ ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ১০০০ সার্টিফাইড ম্যাপার তৈরি করা হয়েছে, যারা দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে গেছেন।

কানেক্ট ফোরাম মডারেটর মো: শফিউল বাশার বলেন, লোকাল গাইডস বাংলা কমিউনিটি স্থানীয় মানসম্মত ম্যাপিংয়ের মাধ্যমে গুগল ম্যাপসকে আরও ব্যবহারবান্ধব করে তুলতে কাজ করছে। আন্তর্জাতিক মান বজায় রেখে ব্যবসা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থানগুলো সঠিকভাবে যুক্ত করার লক্ষ্যে কাজ করছে এ কমিউনিটি।