দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাTuesday , 17 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গুমের ঘটনা তদন্তে জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

বার্তা কক্ষ
June 17, 2025 12:30 pm
Link Copied!

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, গত দেড় দশকে বাংলাদেশে সংঘটিত গুমের ঘটনাগুলোর তদন্তে জাতিসংঘের যেকোনো সহায়তাকে বাংলাদেশ স্বাগত জানাবে।

সোমবার (১৬ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের জবরদস্তি বা স্বেচ্ছানির্ভর গুম বিষয়ক কার্যকরী দলের সহ সভাপতি গ্রাজিনা বারানোস্কা এবং সদস্য আনা লোরেনা দেলগাদিয়ো পেরেজ সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

অধ্যাপক ইউনূস বলেন, আমি চাই গুমের ঘটনাগুলোর ওপর আমাদের চলমান অনুসন্ধানে জাতিসংঘ যুক্ত থাকুক। এতে এই প্রক্রিয়াটি একটি দৃঢ়তা পাবে।

এ সময়, জাতিসংঘের কর্মকর্তারা গুমের ইস্যুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। আন্তর্জাতিক গুম প্রতিরোধ সনদে বাংলাদেশের অনুসমর্থনের কথা উল্লেখ করে তারা বলেন, এ ক্ষেত্রে এখনও অনেক কাজ বাকি রয়েছে। সেইসাথে, গঠিত অনুসন্ধান কমিশনের কাজ ও অঙ্গীকারের প্রশংসাও করেন তারা।

সরকার কমিশনের মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত বাড়াচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, নানাভাবে হুমকি দেয়া হয়েছে, তারপরও গুরুত্বপূর্ণ একটি কাজ চলমান। সর্বশেষ প্রতিবেদন জমা দেয়ার পর আমি বলেছিলাম—দর্শনার্থীদের জন্য যেন একটি ‘ভয়ের জাদুঘর’ করা হয়। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা ও অংশীদারিত্ব দরকার।

প্রধান উপদেষ্টা সন্তোষ প্রকাশ করে বলেন, ১৩ বছর পর জাতিসংঘ দলকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা চাই আপনারা আমাদের কমিশনের কাজকে সমর্থন দিন এবং এর সঙ্গে যুক্ত থেকে দিকনির্দেশনা ও সাহস জোগান।

অপরদিকে বারানোস্কা জানান, ২০১৩ সাল থেকে তারা বাংলাদেশে গুম নিয়ে কাজ করতে চেয়েছেন। অন্তর্বর্তী সরকারকে অনুসন্ধান কমিশন গঠনের জন্য ধন্যবাদও জানান তিনি। বলেন, অনুসন্ধান কমিশন এবং তাদের কাজ—এটা আপনার সরকারের একটি বড় অঙ্গীকার। এজন্য আপনাদের অনেক ধন্যবাদ। এটা আমাদের জন্য খুব বড় সম্মানের বিষয়।

এ সময়, ঢাকার বাইরে গিয়ে ভুক্তভোগী নাগরিক সমাজ ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানান তিনি।