আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাMonday , 16 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কবিতা
  6. কর্পোরেট
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

‘ইরান-ইসরাইল যুদ্ধের জেরে জ্বালানি তেলের দাম বাড়লে পোশাক খাতেও প্রভাব পড়বে’

Link Copied!

ইরান-ইসরাইল যুদ্ধ শিল্পের জন্য নতুন চ্যালেঞ্জ। এর জেরে জ্বালানি তেলের দাম বাড়লে পোশাক খাতেও প্রভাব পড়বে।

সোমবার (১৬ জুন) দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বিজিএমইএ’র নব নির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান। এ সময়, পোশাক খাতের জন্য আলাদা মন্ত্রণালয়ের দাবিও তোলেন তিনি।

অনুষ্ঠানে সদস্যদের সার্ভিস চার্জ ২৫ শতাংশ কমানো হবে বলেও জানান মাহমুদ হাসান খান। সেইসাথে নিশ্চিত করা হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা।

উল্লেখ্য, মাহমুদ হাসান খানের নেতৃত্বাধীন নব নির্বাচিত পর্ষদ ২০২৫-২৭ সাল মেয়াদে সংগঠনটি পরিচালনার দায়িত্ব পালন করবেন। আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করছেন নেতৃবৃন্দ। এর আগে, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন সংগঠনটির প্রশাসকের দায়িত্ব পালন করে আসছিলেন।

প্রসঙ্গত, শনিবার সংগঠনটির নতুন সভাপতিসহ সাতজন সহসভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ৩১ মে অনুষ্ঠিত নির্বাচনে ভোটার ছিলেন ১ হাজার ৮৬৪ জন। ভোট প্রদান করেন, সাড়ে ৮৭ শতাংশ সদস্য। এতে নির্বাচিত হয় ৩৫ জন পরিচালক।