বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে, জানুয়ারি মাসে দেশে তিন থেকে পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি শৈত্যপ্রবাহ তীব্র রূপ নিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়াবিদরা বলছেন, বর্তমানে দেশের ওপর দিয়ে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অন্তত আরও এক সপ্তাহ স্থায়ী হতে পারে। আগামী সপ্তাহে তাপমাত্রা কিছুটা ওঠানামা করলেও সারা দেশে ঘন কুয়াশা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের মাসিক পূর্বাভাস অনুযায়ী, জানুয়ারি মাসে ২ থেকে ৩টি মৃদু থেকে মাঝারি এবং ১ থেকে ২টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ দেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে। তাপমাত্রা ৮.১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু, ৬.১ থেকে ৮ ডিগ্রি হলে মাঝারি এবং ৪.১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। তাপমাত্রা ৪ ডিগ্রির নিচে নেমে গেলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া—এই ৯ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা টিবিএসকে জানান, শনিবার (৩ জানুয়ারি) ঢাকায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তিনি বলেন, আগামী এক সপ্তাহ তাপমাত্রা বর্তমান সীমার মধ্যেই ওঠানামা করতে পারে। কোথাও সামান্য বাড়লেও কোথাও আরও কমতে পারে। জানুয়ারির প্রথম দুই সপ্তাহে ২ থেকে ৩টি মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে, যার একটি তীব্র আকার ধারণ করতে পারে।
ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে, ফলে সূর্যের আলো কম পৌঁছাবে এবং শীতের অনুভূতি বাড়বে। আগামী সপ্তাহের বেশিরভাগ সময় রাজধানী ঢাকাতেও কুয়াশাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।
দীর্ঘমেয়াদি পূর্বাভাসে ডিসেম্বর মাসের আবহাওয়া পর্যালোচনা করে বলা হয়েছে, মাসটি ছিল অস্বাভাবিক শুষ্ক। এ সময় সারা দেশে স্বাভাবিকের তুলনায় ৯৯.৩ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। সিলেট, রংপুর, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে কোনো বৃষ্টিপাতই রেকর্ড করা হয়নি। ৩১ ডিসেম্বর গোপালগঞ্জে মাসটির সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
তবে জানুয়ারি মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টিপাত স্বাভাবিকের কাছাকাছি থাকতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রাও মৌসুমের স্বাভাবিক গড়ের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, টানা কুয়াশা ও সূর্যের আলো কম থাকায় শীতের স্থায়িত্ব বাড়তে পারে। এ অবস্থায় বিশেষ করে শিশু, বয়স্ক এবং বাইরে কাজ করা মানুষদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।


