আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSunday , 4 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কবিতা
  6. কর্পোরেট
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

হামলা চালিয়ে মাদুরোকে আটক আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: মেয়র মামদানি

Link Copied!

ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর অভিযানে প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার ঘটনাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। তিনি এ ঘটনাকে কার্যত যুদ্ধের সমতুল্য একটি পদক্ষেপ বলেও মন্তব্য করেছেন।

নববর্ষের প্রথম দিন নিউইয়র্কের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পরই এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানান মামদানি। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন তো বটেই, একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ আইনও লঙ্ঘন করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিউইয়র্কের মেয়র বলেন, অন্য একটি দেশের শাসনব্যবস্থা জোরপূর্বক পরিবর্তনের চেষ্টা শুধু সেই দেশের জনগণের ওপরই প্রভাব ফেলে না, এর প্রভাব নিউইয়র্কের নাগরিকদের জীবনেও এসে পড়ে। বিশেষ করে নিউইয়র্কে বসবাসরত হাজারো ভেনেজুয়েলান অভিবাসী এ ধরনের সিদ্ধান্তের কারণে সরাসরি ক্ষতির মুখে পড়েন বলেও তিনি উল্লেখ করেন।