দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাMonday , 16 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মুসিয়ালার হ্যাটট্রিক, গোলবন্যায় ক্লাব বিশ্বকাপ শুরু বায়ার্নের

বার্তা কক্ষ
June 16, 2025 9:50 am
Link Copied!

ফিফা ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অকল্যান্ড সিটি এফসিকে ১০-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। ম্যাচে বদলি হিসেবে নেমে হ্যাটট্রিক পূরণ করেন জামাল মুসিয়ালা।

রোববার (১৫ জুন) সিনসিনা্টির টিকিউএল স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।

বায়ার্নের একচেটিয়া আক্রমণে নিজেদের রক্ষণ সামলাতে ব্যস্ত সময় কাটে অকল্যান্ড সিটির। খেলা শুরুর পর নিজেদের বক্সের আশেপাশে ফুটবলাররা অবস্থান নিলেও থামাতে পারেননি জার্মান ক্লাবটির ঝড়। অপেশাদার ফুটবলারদের নিয়ে গড়া এই দলটি শেষ চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেনি নিউজিল্যান্ডের ক্লাবটি। ৬-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বায়ার্ন।

দ্বিতীয়ার্ধেও একই আক্রমণাত্মক ধার অব্যাহত রাখে ইউরোপিয়ান ক্লাবটি। ম্যাচের ৬১তম মিনিটে হ্যারি কেইনের বদলি হিসেবে মাঠে নামেন জামাল মুসিয়ালা। ৬৭ ও ৭৩ মিনিটে গোল আদায় করে নেন তিনি। আর ৮৪ মিনিটে পূরণ করেন নিজের হ্যাটট্রিক।

অকল্যান্ড সিটিকে বড় ব্যবধানে হারানোর দিনে কোমান-মুলার-ওলিসের জোড়া গোলের সঙ্গে একবার বল জালে পাঠান সাশা বোয়ে।

উল্লেখ্য, আগামী ২১ জুন বাংলাদেশ সময় সকাল ৭টায় আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সের মোকাবিলা করবে বায়ার্ন।