ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত জানায়।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তাসনিম জারা বলেন, ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র দাখিল করেছিলেন, কিন্তু তা গ্রহণ করা হয়নি। ইতোমধ্যে তিনি আপিল প্রক্রিয়া শুরু করেছেন বলেও জানান।
কোন কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে—তা ব্যাখ্যা করে তিনি বলেন, বিধি অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীদের জন্য মোট ভোটারের এক শতাংশ সমর্থনসূচক স্বাক্ষর জমা দিতে হয়। নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি স্বাক্ষর তিনি জমা দিয়েছিলেন। সেখান থেকে দৈবচয়নের ভিত্তিতে ১০ জন ভোটারের তথ্য যাচাই করা হয়। এর মধ্যে ৮ জনের তথ্য সঠিক পাওয়া গেলেও বাকি ২ জনকে ভিন্ন এলাকার ভোটার হিসেবে শনাক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, ওই দুইজনের একজন জানতেনই না যে তিনি ঢাকা-৯ আসনের ভোটার নন। অন্যজনের ক্ষেত্রে এসআইডির হার্ড কপিতে থাকা ঠিকানা অনুযায়ী তিনি নিজেকে ঢাকা-৯ আসনের ভোটার বলে মনে করতেন। তবে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তিনি এ আসনের ভোটার নন।


