আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাThursday , 1 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কবিতা
  6. কর্পোরেট
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নজরুলের ‘বিদায়-বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

Link Copied!

‘তুমি অমন ক’রে গো বারে বারে জল-ছল-ছল চোখে চেয়ো না,

জল-ছল-ছল চোখে চেয়ো না।

ঐ কাতর কন্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেয়ো না,

শুধু বিদায়ের গান গেয়ো না।।’

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কবিতা ‘বিদায় বেলায়’—এই আবেগঘন পঙ্‌ক্তির আশ্রয়েই দাদি, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণ করলেন তাঁর নাতনি জাইমা রহমান। কবিতাটির সঙ্গে একটি নীরব কিন্তু গভীর অর্থবহ ছবি শেয়ার করেছেন তিনি, যেখানে মুখোমুখি বসে আছেন দাদি ও নাতনি—দুই প্রজন্মের মাঝে ভালোবাসার এক নিঃশব্দ সংলাপ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এই পোস্টটি দেন জাইমা রহমান। দাদির মৃত্যুর পর স্মৃতিচারণে এটি তাঁর প্রথম প্রকাশ্য পোস্ট।

এর আগে, গত ২৩ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরার প্রাক্কালে তিনি দাদিকে নিয়ে একটি আবেগপূর্ণ লেখা শেয়ার করেছিলেন। তবে এবার শব্দের চেয়ে নীরবতাই যেন বেশি কথা বলেছে—নজরুলের কবিতা, একটি ছবি, আর অগণিত অনুভূতির ভার।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় গত বছরের জানুয়ারিতে চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে গিয়েছিলেন। জাইমা রহমান যে ছবিটি শেয়ার করেছেন, সেটি সেই সময়ের পরবর্তী কোনো এক মুহূর্তে তোলা বলে ধারণা করা হচ্ছে—যখন সময় ধীরে চলছিল, আর সম্পর্কের গভীরতা আরও স্পষ্ট হচ্ছিল।

পোস্টটি প্রকাশের পরপরই কমেন্ট বক্সে নেমে আসে ভালোবাসার ঢল। হাজারো নেটিজেন দাদি-নাতনির এই শেষ স্মৃতিময় মুহূর্তে আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ দোয়া করেছেন মরহুমার জন্য, কেউ আবার জাইমা রহমানকে এই শোক সইবার শক্তি কামনা করেছেন।