দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSunday , 15 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এক ঘণ্টার ব্যবধানে দুটি দুর্ঘটনা

বার্তা কক্ষ
June 15, 2025 10:14 pm
Link Copied!

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকায় এক ঘণ্টার ব্যবধানে দুটি দুর্ঘটনা ঘটেছে। এতে একটি বাসের হেলপার (৩০) নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

রোববার (১৫ জুন) সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ভালুকা উপজেলার ভান্ডাব এসএনএফ সিএনজি পাম্পের সামনে ভিআইপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার শিকার হয়। এতে বাসটির হেলপার নিহত হয়েছেন এবং আরও ১০ যাত্রী আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ভলাডোবা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম। তিনি ঢাকা পোস্টকে বলেন, ভিআইপি পরিবহনের দ্রুত গতির একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের ওপর উঠে উল্টে পড়ে যায়। এ সময় বাসটির হেলপার ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় কমপক্ষে আরও ১০ যাত্রী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

এ ঘটনায় চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

অপরদিকে, এই দুর্ঘটনার মাত্র এক ঘণ্টা আগে বিকেল ৫টার দিকে ভালুকা কলেজের সামনে আলম এশিয়া পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে কেউ মারা যায়নি। তবে সিএনজি অটোরিকশার পাঁচ যাত্রীর অবস্থা বলে জানান ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবীর।

তিনি বলেন, ঘটনার সময় আমি ময়মনসিংহ যাচ্ছিলাম। পথে দুর্ঘটনাটি দেখতে পেয়ে পুলিশের গাড়িতে করে আহত যাত্রীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে পাঠাই। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে বাস দুর্ঘটনার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে করে দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। তবে বর্তমানে মহসড়কটি সচল রয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।