দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSunday , 15 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

‘ভুল’ অস্ত্রোপচারে প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্লিনিক সিলগালা

বার্তা কক্ষ
June 15, 2025 10:09 pm
Link Copied!

নীলফামারীর ডোমারে ভুল অস্ত্রোপচারে বেবী আক্তার নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে নবজাতকটি সুস্থ আছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার বিকেলে ক্লিনিক সিলগালা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বেবী আক্তার উপজেলার সোনারায় ইউনিয়নের বড়গাছা দরগাপাড়া এলাকার নুর আলমের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেবী আক্তারের প্রসব বেদনা হলে শনিবার বিকেলে পরিবারের সদস্যরা স্থানীয় জনতা ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসক রিজওয়ানা ইয়াসমিন বিভিন্ন টেস্ট শেষে দ্রুত অস্ত্রোপচারে পরামর্শ দেন। ওইদিন সন্ধ্যা ৬টার দিকে ছেলে সন্তানের জন্ম দেন বেবী আক্তার। কিন্তু অস্ত্রোপচারের পর থেকেই তার অবস্থা খারাপ হতে থাকে। প্রায় তিন ঘণ্টা পেরিয়ে গেলেও রক্তক্ষরণ বন্ধ হয়নি। এমনকি তার শ্বাসকষ্ট হলেও অক্সিজেনও দেওয়া হয়নি। একপর্যায়ে বেবী আক্তারের অবস্থার আরও অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে তাকে রংপুর মেডিকেলে নেওয়া হয়। আজ রোববার সকালে সেখানে তার মৃত্যু হয়। খবরটি জানাজানি হলে স্বজনরা ক্লিনিকের সামনে বিক্ষোভ ও বিচার দাবি করেন। এ সময় সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ক্লিনিকের চিকিৎসক নাজমুস সাকিব, নার্স সুমনা আক্তার ও সাবিয়া আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় নিহত বেবি আক্তারের স্বামী নুর আলম বাদি হয়ে থানায় মামলা করেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বী অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় ক্লিনিক সিলগালা করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রায়হান বারী উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রায়হান বারী বলেন, এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ না পেলেও সামাজিক যোগাযোগমাধ্যম মারফত জানার পর তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ক্লিনিকটি এখনও লাইসেন্স পায়নি বলেও তিনি জানান।

ইউএনও শায়লা সাঈদ তন্বী বলেন, ভুল অস্ত্রোপচারের অভিযোগে জনতা ক্লিনিককে সিলগালা করা হয়েছে। সেই সঙ্গে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।