আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাMonday , 29 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কবিতা
  6. কর্পোরেট
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

Link Copied!

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

রোববার (২৮ ডিসেম্বর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে বাণিজ্য, বিনিয়োগ ও বিমান চলাচলে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি সাংস্কৃতিক, শিক্ষাগত ও চিকিৎসা বিনিময় বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে হাইকমিশনার ইমরান হায়দার জানান, আগামী জানুয়ারিতে ঢাকা–করাচি সরাসরি বিমান চলাচল শুরু হওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। তিনি উল্লেখ করেন, গত বছরের তুলনায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং উভয় দেশের ব্যবসায়ী মহল নতুন বিনিয়োগের সুযোগ অনুসন্ধানে সক্রিয় রয়েছে।

সাংস্কৃতিক বিনিময়ের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, পাকিস্তানে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান, ন্যানোটেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে। পাশাপাশি, লিভার ও কিডনি প্রতিস্থাপনের জন্য পাকিস্তানের শীর্ষস্থানীয় হাসপাতালে বাংলাদেশি রোগীদের যাতায়াতও বৃদ্ধি পেয়েছে। এ খাতে প্রশিক্ষণ ও একাডেমিক সহযোগিতা বাড়াতে পাকিস্তান প্রস্তুত বলে জানান তিনি।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান পারস্পরিক যোগাযোগকে স্বাগত জানান। তিনি সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভ্রমণ বৃদ্ধি এবং সাংস্কৃতিক, শিক্ষাগত ও জনগণের মধ্যে বিনিময় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আশা প্রকাশ করেন, হাইকমিশনার ইমরান হায়দারের মেয়াদকালে বাংলাদেশ ও পাকিস্তান বিনিয়োগ এবং যৌথ উদ্যোগভিত্তিক ব্যবসার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

এ সময় এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।