ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়া অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পক্ষে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকেও মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
গত ২৪ ডিসেম্বর কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রমজানুল করিম নামে এক ব্যক্তি আসিফ মাহমুদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। বিষয়টি প্রকাশ্যে আসে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার হাচিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনে এ পর্যন্ত মোট ১০৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মনোনয়ন সংগ্রহকারী রমজানুল করিম জানান, আসিফ মাহমুদের সঙ্গে তার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, আসিফ মাহমুদের পক্ষের কয়েকজন ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করে ঠিকানা ও ব্যাংক ড্রাফটের অর্থ প্রদান করেন এবং ফরম সংগ্রহ করে দিতে অনুরোধ করেন। পরে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করে সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করেন।
তবে এ বিষয়ে আসিফ মাহমুদের পরিবার জানিয়েছে, কুমিল্লা থেকে নির্বাচন করার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তার চাচাতো ভাই ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুরাদনগর উপজেলা আহ্বায়ক উবায়দুল সিদ্দিকী বলেন, ‘আমরা যতটুকু জানি, তিনি ঢাকা-১০ আসন থেকেই নির্বাচন করবেন।’
উল্লেখ্য, ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এরপর ১২ ডিসেম্বর নিজের ফেসবুক পেজে তিনি ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন এবং নিজেই সংশ্লিষ্ট থানা নির্বাচনী কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
কুমিল্লা থেকে তার পক্ষে নতুন করে মনোনয়ন ফরম সংগ্রহের ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে কৌতূহল ও আলোচনার সৃষ্টি করেছে।


