আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSaturday , 27 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কবিতা
  6. কর্পোরেট
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে সেন্টমার্টিনগামী ‘দ্য আটলান্টিক ক্রুজ’ জাহাজে আগুন, নিহত ১

Link Copied!

কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্য আটলান্টিক ক্রুজ’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জাহাজের একজন ক্রু নিহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সকালে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে জাহাজটি ভেড়ানোর সময় এর ভেতরে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো জাহাজে ছড়িয়ে পড়ে। ঘটনার সময় জাহাজে নাবিক ও ক্রুসহ মোট ১৬ জন উপস্থিত ছিলেন।

খবর পাওয়ার পর কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে জাহাজটির বেশিরভাগ অংশ পুড়ে ছাই হয়ে যায়।

উপজেলা প্রশাসনের সহায়তায় স্পিডবোট ও ট্রলারের মাধ্যমে জাহাজে থাকা নাবিক ও অন্যান্য ক্রুদের নিরাপদে উদ্ধার করা হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা জাহাজ থেকে নুর কামাল নামে এক ক্রুর মরদেহ উদ্ধার করেন।

ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম শুরু করেছে।