আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাWednesday , 24 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কবিতা
  6. কর্পোরেট
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে অ্যাটর্নি জেনারেলের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন মো. আসাদুজ্জামান।

বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,
“আমি নির্বাচনে অংশগ্রহণ করব। মনোনয়ন চেয়েছি। বর্তমানে আমি অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আছি, তবে পদত্যাগ করে নির্বাচন করব।”

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী শনিবার (২৭ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করবেন।

এর আগে গত ৫ নভেম্বর সাংবাদিকদের তিনি জানান, ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে ধানের শীষ প্রতীকে জাতীয় সংসদ নির্বাচন করার ইচ্ছা রয়েছে তার।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়।

রাজনৈতিক জীবনে তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবেও দায়িত্বে ছিলেন।