তুরস্কে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ। সামরিক সহযোগিতা জোরদার বিষয়ে আলোচনার জন্য তুরস্ক সফরে থাকা অবস্থায় আঙ্কারা থেকে ত্রিপোলিগামী একটি বিজনেস জেট বিধ্বস্ত হলে এ দুর্ঘটনা ঘটে। লিবিয়ার প্রধানমন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে উড্ডয়ন করা ফ্যালকন–৫০ মডেলের একটি বিজনেস জেটে জেনারেল হাদ্দাদসহ মোট পাঁচজন আরোহী ছিলেন। দুর্ঘটনায় বিমানে থাকা সবাই প্রাণ হারান।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, স্থানীয় সময় রাত ৮টা ৫২ মিনিটে বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আঙ্কারার বিমানবন্দর থেকে উড্ডয়নের প্রায় ৪২ মিনিট পর এই যোগাযোগ বিচ্ছিন্নতার ঘটনা ঘটে।
জানা গেছে, যোগাযোগ হারানোর আগে বিমানটি জরুরি অবতরণের অনুরোধ জানিয়েছিল। পরে আঙ্কারার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। দুর্ঘটনার কারণ নির্ধারণে তদন্ত শুরু হয়েছে।
পরবর্তীতে আরেকটি পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আঙ্কারার হাইমানা জেলার কেসিককাভাক গ্রামের কাছাকাছি এলাকায় পুলিশ সদস্যরা বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করেন। তিনি বলেন, তদন্তের অগ্রগতি সম্পর্কে পর্যায়ক্রমে জনসাধারণকে অবহিত করা হবে।
এদিকে লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার গভর্নমেন্ট অব ন্যাশনাল ইউনিটির (জিএনইউ) প্রধানমন্ত্রী আবদুল হামিদ দবেইবা জানান, তিনি জেনারেল হাদ্দাদসহ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তার মৃত্যুর সংবাদ পেয়েছেন। এই দুর্ঘটনাকে তিনি দেশের জন্য ‘অপূরণীয় ক্ষতি’ হিসেবে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী দবেইবা বলেন, লিবিয়া এমন সব মানুষকে হারাল, যারা নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দেশের সেবা করে গেছেন।
উল্লেখ্য, তুরস্ক ও লিবিয়ার মধ্যে সামরিক ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে আলোচনা করতে জেনারেল হাদ্দাদ ও তার সফরসঙ্গীরা আঙ্কারায় অবস্থান করছিলেন।
২০১৯ সালে লিবিয়ার পূর্বাঞ্চলীয় বাহিনীর বিরুদ্ধে হস্তক্ষেপ করে তুরস্ক ত্রিপোলিভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে রক্ষা করে। সেই সময়ের পর থেকে লিবিয়ায় তুরস্কের রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে।


