ঢাকায় প্রায় ১৫ দিন অবস্থান শেষে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে তিনি ধানমন্ডিতে অবস্থিত পিতার বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন। এ সময় তার সঙ্গে কোনো দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন না—পুরো যাত্রাটিই ছিল নিরব ও ব্যক্তিগত পরিসরে সীমাবদ্ধ।
দলীয় সূত্রে জানা গেছে, ডা. জুবাইদা রহমান আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কন্যা জায়মা রহমানের সঙ্গে আবার ঢাকায় ফিরবেন।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় গত ৫ ডিসেম্বর ডা. জুবাইদা রহমান ঢাকায় আসেন। টানা ১৫ দিন তিনি খালেদা জিয়ার চিকিৎসা ও সেবার দেখভাল করেন। বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তিনি লন্ডনে ফিরে যাচ্ছেন।



