সোমবার (১৫ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। তিনি দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে, ৯ মাসব্যাপী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত বিজয়কে জাতির অহংকার ও গর্বের দিন হিসেবে উল্লেখ করেছেন।
তারেক রহমান বলেন, স্বাধীনতাযুদ্ধের অদম্য বীর মুক্তিযোদ্ধারা জীবনবাজী রেখে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন। তিনি স্বাধীনতাযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং মুক্ত করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা মা-বোনদের প্রতি সশ্রদ্ধ সালাম জানিয়েছেন।
তিনি দেশের প্রতিষ্ঠাকালীন গণতান্ত্রিক ও ন্যায়বিচারমুখী নীতিমালা রক্ষা করতে ফ্যাসিস্ট ও ক্ষমতা দখলকারী অপশক্তির বিরুদ্ধে সতর্কতার বিষয়েও কথা বলেছেন। তারেক রহমান দেশের গণতন্ত্র পুনর্জীবিত করতে, সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, আজকের বিজয় দিবস আমাদের বিভাজন ভুলে, হিংসা ভুলে মানুষ হিসেবে মানুষের পাশে থাকার প্রতিজ্ঞা স্মরণ করিয়ে দিচ্ছে।

তিনি মহান বিজয় দিবসে দেশের সকলের প্রতি শুভেচ্ছা ও কর্মসূচির সাফল্যের কামনা জানিয়েছেন।