দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাTuesday , 9 December 2025
  1. Blog
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কর্পোরেট
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মহান বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয় বাংলাদেশের

বার্তা কক্ষ
December 9, 2025 9:28 am
Link Copied!

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে অন্যান্য আয়োজনের পাশাপাশি এবার সর্বাধিক পতাকা উড়িয়ে প্যারাস্যুটিংয়ের মাধ্যমে বিশ্বরেকর্ড গড়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। স্বাধীনতার ৫৪ বছর উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে ৫৪ জন প্যারাট্রুপার জাতীয় পতাকা হাতে স্কাইডাইভিংয়ে অংশ নেবেন। বিশ্বের ইতিহাসে এটিই হবে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিংয়ের রেকর্ড, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত করা হবে।

সোমবার (৮ ডিসেম্বর) ‘মহান বিজয় দিবস ২০২৫’ উদযাপন উপলক্ষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের পক্ষ থেকে ব্যাপক কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।

বিজয় দিবসের দিন সকাল ১১টা থেকে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর পৃথক ফ্লাইপাস্ট মহড়া, বিশেষ ব্যান্ড-শো এবং বেলা ১১টা ৪০ মিনিট থেকে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপারের পতাকা হাতে স্কাইডাইভিং প্রদর্শনী অনুষ্ঠিত হবে—যা জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। দেশের অন্যান্য বড় শহরেও একইভাবে সশস্ত্র বাহিনীর ফ্লাইপাস্ট ও ব্যান্ড-শো অনুষ্ঠিত হবে। পুলিশ, বিজিবি, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনিও ব্যান্ড-শোর আয়োজন করবে।

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের সব জেলা-উপজেলায় তিন দিনব্যাপী বিজয়মেলা আয়োজন করা হবে। পাশাপাশি শিশু-কিশোরদের অংশগ্রহণে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতায় ১৫ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আ্যাক্রোবেটিক শো এবং সন্ধ্যায় যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’ পরিবেশিত হবে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের বিশেষ সঙ্গীতানুষ্ঠান এবং সারাদেশে নতুন প্রজন্মের শিল্পীদের মাধ্যমে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন করা হবে।

সভা শেষে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, বিজয় দিবস জাতির গৌরবময় দিন। এবারের উদযাপনকে সর্বজনীন করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “নতুন প্রজন্ম স্বাধীনতার চেতনাকে নিজেদের মতো করে ধারণ করছে। ৫৪টি পতাকা নিয়ে ৫৪ জন প্যারাট্রুপারের জাম্প, বিজয় মেলা, কনসার্ট, যাত্রাপালা—সব মিলিয়ে এবারের উদযাপন হবে ইতিহাসগড়া।”

বিজয় দিবস উপলক্ষে তথ্য মন্ত্রণালয় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। জাতীয় পতাকা উত্তোলন, সরকারি-বেসরকারি ভবনে আলোকসজ্জা, একত্রিশবার তোপধ্বনি, শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ অনুষ্ঠান, জেলা-উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

এছাড়া, চট্টগ্রাম, মংলা, খুলনা, পায়রা বন্দরসহ সদরঘাট ও বিআইডাব্লিউটিসির বিভিন্ন ঘাটে নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজ সাধারণের জন্য উন্মুক্ত থাকবে। সিনেমা হলগুলোতে শিক্ষার্থীরা বিনা টিকিটে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র দেখতে পারবে। জাদুঘর ও বিনোদনকেন্দ্রগুলোও শিশুদের জন্য উন্মুক্ত থাকবে।

দেশব্যাপী মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সকল উপাসনালয়ে শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ দোয়া-প্রার্থনা অনুষ্ঠিত হবে। হাসপাতাল, জেলখানা, এতিমখানা, বৃদ্ধাশ্রম, শিশু পরিবারসহ বিশেষ প্রতিষ্ঠানগুলোতে প্রীতিভোজের আয়োজন থাকবে।

সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া, স্বরাষ্ট্র, জনপ্রশাসন ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।