দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSaturday , 14 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মীরের বাজার থেকে ৬ ভুয়া পুলিশ আটক

বার্তা কক্ষ
June 14, 2025 7:36 pm
Link Copied!

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন মীরের বাজার এলাকা থেকে ছয়জন ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। শনিবার রাতে চালানো এ অভিযানে পুলিশের পোশাক পরে প্রতারণা ও অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। তারা কখনো পুলিশের ইউনিফর্ম পরে, কখনো আবার কথার জালে ফেলে বিভিন্ন এলাকায় সন্ত্রাসী তৎপরতা চালাতো।

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, “আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। সেইসঙ্গে, তাদের পেছনে থাকা মূলহোতাদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”

এ ধরনের ঘটনা প্রতিরোধে সাধারণ জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “কোনো ব্যক্তি পুলিশ পরিচয়ে আচরণ করলে নিশ্চিত না হয়ে বিশ্বাস করবেন না। সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানান।”

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতারক চক্রের বিরুদ্ধে জিএমপি কঠোর অবস্থানে রয়েছে এবং মহানগর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।