আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাFriday , 13 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কবিতা
  6. কর্পোরেট
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে মধ্যরাত পর্যন্ত সংঘর্ষ, আহত ২০

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ জুন) উপজেলার বুধন্তী ইউনিয়নে রাত ৯টা থেকে ১টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়।

পুলিশ জানায়, এলাকার বিএনপি নেতা চমক মিয়া ও ইউনিয়ন যুবদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে দু’পক্ষের মারামারি শুরু হয়।

এমনকি মধ্যরাতেও টর্চ লাইট জ্বালিয়ে গ্রামের সড়কে দুই পক্ষকে সংঘর্ষে লিপ্ত হতে দেখা যায়। এতে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়।

আহতরা মাধবপুর ও বিজয়নগর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এসময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর হয়। অগ্নিসংযোগ করা হয় একটি হারভেস্টার মেশিনে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিব আহমেদ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিজান ও চমক গ্রুপের লোকজন মারামারিতে লিপ্ত হয়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।