ভ্যাপসা গরমে মানুষের নাজেহাল অবস্থা। এমন পরিস্থিতিতে টানা প্রায় সাত ঘণ্টা বিদ্যুৎবিহীন ছিল পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা। আগাম সতর্কবার্তা ছাড়াই টানা বিদ্যুৎ–বিভ্রাটে ভোগান্তিতে পড়েন উপজেলার লক্ষাধিক বাসিন্দা।
গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে পড়েন উপজেলার বাসিন্দারা। প্রথমে স্বাভাবিক লোডশেডিং মনে করা হলে সারা রাত তাঁদের অপেক্ষার শেষ হয়নি। রাত পেরিয়ে আজ বুধবার সকাল ছয়টার দিকে বিদ্যুৎ–ব্যবস্থা সচল হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মির্জাগঞ্জ উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগকেন্দ্রের মুঠোফোনে যোগাযোগ করেও বিদ্যুৎ–বিভ্রাটের কারণ জানতে পারেননি সাধারণ গ্রাহকেরা। অনেকের ফোনও রিসিভ করা হয়নি। এতে তাঁদের মধ্যে আরও ক্ষোভের সৃষ্টি হয়। তবে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, জাতীয় গ্রিডে সমস্যার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

