দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাMonday , 25 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ

৭৩৯টি ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা সরকারের হাতে ফিরলো

বার্তা কক্ষ
August 25, 2025 10:34 pm
Link Copied!

৭৩৯টি ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা ফিরলো সরকারের হাতে। আদালত অত্যাবশ্যকীয় এসব ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতা উৎপাদনকারীর পরিবর্তে সরকারকে ঠিক করার আদেশ দিয়েছেন।

এ-সংক্রান্ত এক রিট আবেদনের প্রেক্ষিতে দীর্ঘ শুনানি শেষে সোমবার (২৫ আগস্ট) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

১৯৯৩ সালে সরকার ৭৩৯টি ওষুধের দাম নির্ধারণ করে গেজেট জারি করেছিল। পরে ১৯৯৪ সালে আরেকটি সার্কুলারে সরকার সেই ক্ষমতা সীমিত করে।

এই সার্কুলারকে চ্যালেঞ্জ করে ২০১৮ সালে জনস্বার্থে একটি রিট দায়ের করেন আইনজীবী মনজিল মোরশেদ। রায়ে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক (ডিজি ড্রাগ), ওষুধ মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টদের নির্দেশনা বাস্তবায়নের কথা বলা হয়েছে।