দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSaturday , 2 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. লাইফস্টাইল
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

পিত্তথলির ক্যানসারের ৫ উপসর্গ, যেগুলো আমরা এড়িয়ে যাই

বার্তা কক্ষ
August 2, 2025 9:38 pm
Link Copied!

পিত্তথলিতে শুরু হয়, যেখানে পিত্তরস সঞ্চিত থাকে। দুর্ভাগ্যজনকভাবে, এই ক্যানসার সাধারণত শেষ পর্যায়ে ধরা পড়ে যার ফলে চিকিৎসা কঠিন হয়ে পড়ে এবং মৃত্যুহার বেড়ে যায়। গলব্লাডার ক্যানসারের উপসর্গগুলো সাধারণত অস্পষ্ট ও অন্যান্য সাধারণ রোগের সঙ্গে মিলে যায়, যার ফলে রোগ নির্ণয় বিলম্বিত হয়।

তবে কিছু প্রাথমিক লক্ষণ আগে থেকে জানা থাকলে দ্রুত চিকিৎসা গ্রহণের মাধ্যমে বিপদ অনেকটা এড়ানো সম্ভব। নিচে গলব্লাডার ক্যানসারের ৫টি প্রাথমিক উপসর্গ তুলে ধরা হলো, যেগুলো মানুষ প্রায়ই উপেক্ষা করে ফেলেন:

১. উপরের ডান পেটের হালকা ব্যথা বা অস্বস্তি

গলব্লাডার ক্যানসারের সবচেয়ে সাধারণ ও প্রথমদিককার লক্ষণ হতে পারে ডান পাশের পাঁজরের নিচে হালকা ব্যথা বা চাপ অনুভব। অনেক রোগী এটিকে তীব্র ব্যথা না বলে “টান ধরার মতো” বা “ভারী লাগা” অনুভূতি হিসেবে বর্ণনা করেন। এই ব্যথা মাঝে মাঝে আসে ও চলে যায়, যার ফলে অনেকেই একে গ্যাস, অম্বল বা পিত্তথলিতে পাথর মনে করে অবহেলা করেন। তবে এই অংশে যে কোনো অস্বাভাবিক বা বারবার ফিরে আসা ব্যথা গুরুত্বের সঙ্গে দেখা উচিত।

২. বমিভাব বা খাওয়ার পর অস্বস্তি

প্রাথমিক পর্যায়ে গলব্লাডার ক্যানসারে বমিভাব বা খাওয়ার পর অস্বস্তি দেখা দিতে পারে, এমনকি অল্প খাবারেও। যেহেতু বমিভাব নানা হজমজনিত সমস্যার সঙ্গে সম্পর্কিত, অনেকেই এটিকে গুরুত্ব দেন না। তবে যদি এই উপসর্গ কয়েক সপ্তাহ ধরে চলতে থাকে, এবং এর পেছনে গর্ভাবস্থা, ফুড পয়জনিং বা অন্য কোনো সুস্পষ্ট কারণ না থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেয়া প্রয়োজন।

৩. হঠাৎ ওজন কমা বা খাওয়ার রুচি কমে যাওয়া

গলব্লাডার ক্যানসারে আক্রান্ত অনেকেই অকারণেই কম খেতে শুরু করেন এবং ধীরে ধীরে ওজন হ্রাস পেতে থাকেন। শরীরে ক্যানসার থাকলে তা শক্তির ব্যবহার ও পুষ্টি শোষণের স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করে। যদি আপনার খাওয়ার রুচি দীর্ঘদিন ধরে কমে থাকে কিংবা ওজন অজান্তেই কমে যায়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি।

৪. প্রাথমিক পর্যায়ে জন্ডিস

গলব্লাডার ক্যানসারে পিত্তনালি বন্ধ হয়ে গেলে রক্তে পিত্তরস জমা হতে শুরু করে, যার ফলে জন্ডিস দেখা দেয়। এতে ত্বক ও চোখের সাদা অংশে হলদে আভা দেখা যায়। গাঢ় বর্ণের ত্বকে প্রাথমিক পর্যায়ের হলদে ভাব সহজে চোখে পড়ে না। সঙ্গে থাকতে পারে ত্বকে চুলকানি, গাঢ় রঙের মূত্র এবং মল হালকা রঙের হওয়া। এসব লক্ষণ যতই হালকা হোক না কেন, অবহেলা না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।

৫. অস্বাভাবিক দুর্বলতা বা ক্লান্তি

যদি আপনি দীর্ঘদিন ধরে ক্লান্তি অনুভব করেন, ঘুম ও বিশ্রাম নেয়ার পরেও যদি শরীর দুর্বল লাগে, তাহলে এটি সাধারণ ক্লান্তির চেয়ে বড় কোনো সমস্যার ইঙ্গিত হতে পারে। গলব্লাডার ক্যানসারে এটি একটি সাধারণ লক্ষণ হতে পারে, যা অন্য উপসর্গ যেমন পেটব্যথা বা বমিভাবের সঙ্গে একসঙ্গে দেখা দিতে পারে। অনেকেই একে মানসিক চাপ বা ঘুম কম হওয়ার কারণ মনে করে এড়িয়ে যান, কিন্তু এমন লক্ষণ অব্যাহত থাকলে অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া