আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাMonday , 24 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় পড়ছে হালকা কুয়াশা, আজ সকালের তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি

Link Copied!

দেশজুড়ে শীতের ছোঁয়া ক্রমেই বাড়ছে। কোথাও কোথাও ভোরের আলোয় দেখা মিলছে হালকা কুয়াশার পর্দা। রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস। ভোরের আকাশও ছিল মৃদু কুয়াশায় আচ্ছন্ন।

সোমবার (২৪ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য প্রকাশিত ঢাকার আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে—আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে, তবে সার্বিক আবহাওয়া শুষ্কই থাকবে। দিনের প্রথম ভাগে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা প্রায় স্থিতিশীল থাকবে বলেও উল্লেখ করা হয়েছে।

পূর্বাভাসে আরও জানা যায়, আজ সকাল ৬টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা দাঁড়িয়েছে ৭৯ শতাংশে। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা নথিভুক্ত হয়েছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১১ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৯ মিনিটে।

এদিকে, গতরাতে সারাদেশের জন্য প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে—আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া শুষ্ক থাকবে। রাত ও দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।