ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জানিয়েছে, আগামী সাত দিনের মধ্যে নগর এলাকায় অবৈধভাবে স্থাপিত পোস্টার, ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন ধরনের বিজ্ঞাপনচিত্র অপসারণ না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে ডিএনসিসি জানায়, অনুমোদন ছাড়া বিভিন্ন সড়ক, বাড়ির ছাদ, ভবনের দেয়ালসহ বিভিন্ন স্থানে ব্যানার–ফেস্টুন, পোস্টার, সাইনবোর্ড, বিজ্ঞাপনফলক ও এলইডি বিলবোর্ড স্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণই বেআইনি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যারা এসব অবৈধ বিজ্ঞাপন সামগ্রী স্থাপন করেছেন, তারা আগামী সাত দিনের মধ্যে নিজ উদ্যোগে এগুলো অপসারণ করবেন। নির্ধারিত সময়ের মধ্যে তা না করলে ডিএনসিসি উচ্ছেদ অভিযান পরিচালনা করবে এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জরিমানা ও অন্যান্য আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।


