আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাWednesday , 12 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ধোলাইপাড়ে বাসের পর এবার তেজগাঁওয়ে ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

Link Copied!

আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থানের মধ্যেই রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে দুর্বৃত্তরা একটি ট্রেনের বগিতে আগুন দিয়েছে। এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ দুইজনকে আটক করেছে, যদিও তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

আজ বুধবার রাত প্রায় ৯টা ৪৫ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আক্কাস আলী বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জয়নাল বলেন, কয়েকজন অজ্ঞাত যুবক স্টেশনে থাকা একটি পুরনো বগিতে আগুন লাগায়। তাৎক্ষণিকভাবে রেলওয়ে নিরাপত্তাকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং দুজনকে ধরে ফেলে। ঘটনাটিতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ধোলাইপাড় মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানিয়েছে, পোস্তগোলা স্টেশন থেকে দুটি ইউনিট সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় এবং অল্প সময়েই আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এছাড়া রাজধানীর আরও কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরপুর মডেল থানার কাছে গ্রামীণ ব্যাংকের সামনে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। একই সময় শান্তিনগরের টুইন টাওয়ারের সামনেও বিস্ফোরণের ঘটনা ঘটে।

রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মেট্রো স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সোহরাওয়ার্দী উদ্যানের দিক থেকে ককটেল দুটি নিক্ষেপ করা হয়, পরপর দুটি বিস্ফোরণে তীব্র শব্দে চারপাশ কেঁপে ওঠে। এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের করেন।