সামাজিক ও সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজসেবা কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখা সংগঠন ‘আমাদের উত্তরা ফাউন্ডেশন’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সর্বসম্মতিক্রমে এই কমিটিতে আলী হোসেন শ্যামল সভাপতি এবং এলেন বিশ্বাস সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
সামাজিক ও সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠনের সকল উপদেষ্টাদের সম্মতিক্রমে ও স্বাক্ষরে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সিনিয়র সহ সভাপতি দেওয়ান আরিফুল ইসলাম, সহ সভাপতি রিপা খান, শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক রাশিদুল আলম, মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা আবিদা রহমান রূপা, অর্থ সম্পাদক হোসনে আরা আঁখি, দপ্তর সম্পাদক মাইদুল ইসলাম, প্রচার সম্পাদক ফজলে এলাহি, ক্রীড়া বিষয়ক সম্পাদক তৌফিক আহমেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ রাজু ইসলাম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মুহাম্মদ আতিকুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ ফেরদৌস আলম, ত্রাণ বিষয়ক সম্পাদক রিপন সরকার, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক শাকিল হোসেন হৃদয়।
নব-নির্বাচিত সভাপতি আলী হোসেন তার বক্তব্যে ফাউন্ডেশনের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমাদের উত্তরা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজের পিছিয়ে পড়া ও অসহায় দরিদ্র মানুষের জন্য কাজ করে আসছে। নতুন কমিটি এই ধারাকে আরও বেগবান করতে বদ্ধপরিকর। উত্তরা অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক উন্নয়নে আমরা আরো বিশেষ গুরুত্ব দেব।”

সাধারণ সম্পাদক এলেন বিশ্বাস তার প্রতিক্রিয়ায় বলেন, “আমরা সম্মিলিত প্রচেষ্টায় আমাদের সেবামূলক কার্যক্রমকে আরও বিস্তৃত করতে চাই। সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতায় আমরা একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করব।”
নতুন কমিটি আগামী দিনগুলোতে আরও গতিশীলতার সাথে জনকল্যাণমূলক কাজ করবে বলে আশা প্রকাশ করেন অন্যান্য সকল সদস্যরা।

